স্বাধীনতার আগের ও পরের পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে একটি সংগ্রহশালার উদ্বোধন হল

রাজ্যের খবর

স্বাধীনতার আগের ও স্বাধীনতার পরের পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে একটি নতুন সংগ্রহশালার উদ্বোধন হল বিধানসভা। বিধানসভার প্ল্যাটিনাম জুবিলী ভবনে এই নতুন সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গলায় উঠে এল আক্ষেপের সুর।

উদ্বোধনী ভাষণে তিনি বলন, বাংলার অনেক গৌরবময় ইতিহাস রয়েছ। কিন্তু সেটাকে স্মরণ করা হয় না। বরং তার খারাপ দিকগুলো নিয়েই আলোচনা করা হয় বেশি । যেকোনো ছাত্রছাত্রীরা এসে নিখরচায় এই সংগ্রহশালা ব্যবহার করতে পারবেন। বিদেশি অতিথিরাও সংগ্রহশালাটি বিনা খরচে দেখতে পারবেন।

পাশাপাশি তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মূর্তি এই সংগ্রহশালায় রাখার আবেদন করেন।

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিধানসভায় একটা সময় শাসকদল যেসব জিনিস ভাঙচুর করেছিল সে সব জিনিসও যেন এই সংগ্রহশালায় রাখা হয়।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *