রাষ্ট্রপতির ৩দিনের ত্রিপুরা এবং অসম সফরে – রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৩দিনের ত্রিপুরা এবং অসম সফরে রয়েছেন । দ্বিতীয় দিনে তিনি আজ আগরতলা পর্যন্ত গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটি ট্রেন এবং মণিপুরের হোয়াংশং পর্যন্ত আগরতলা- জিরিবাম-আগরতলা জনশতাব্দী এক্সপ্রেসের সূচনা করবেন ।
গতকাল সকালে রাষ্ট্রপতি আগরতলায় পৌঁছোলে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্য়পাল সত্যদেব নারায়ণ, রাজ্য়ের মুখ্য়মন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । রাষ্ট্রপতি ত্রিপুরা রাজ্য় জুডিশিয়াল অ্যাকাডেমির উদ্বোধন এবং আগরতলায় নরসিংগড়ে ‘ত্রিপুরা জাতীয় আইন বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । রাষ্ট্রপতি হওয়ার পর দ্রৌপদী মুর্মুর এই প্রথম উত্তরপূর্ব ভারত সফর । আগরতলায় এক অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন রাষ্ট্রপতি । তিনি বলেন, দেশের প্রগতি ও যুবকদের জন্য সার্বিক শিক্ষানীতি প্রয়োজন । ত্রিপুরা মহিলাদের ক্ষমতায়ণের জন্য বিশেষভাবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি ।
রাষ্ট্রপতি বলেন, পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ পূরনে আগরতলা সহ উত্তরপূর্বে রাজ্য়গুলি বিশেষ ভূমিকা রয়েছে ।
