লোকসভায় নিরাপত্তাজনিত ইস্যুতে চিন্তা প্রকাশ করেছেন

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হচ্ছে আজ

রাজ্যের খবর

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হচ্ছে আজ – তেলেঙ্গানায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ । শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে সব রকম চেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি । দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি । আবার একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগও চালাচ্ছে রাজনৈতিক দলগুলি । বিজেপির শীর্ষস্থানীয় নেতারা জেলায় জেলায় ভোটের প্রচারে অংশ নেবেন । মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ১৭ নভেম্বর ভোটগ্রহণ । ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল সরকারের বিরুদ্ধে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি।

বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য প্রচার চলছে জোর কদমে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বায়তুতে প্রচার অভিযানে অংশ নেবেন । ছত্তিশগড়ে বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ ও জে পি নাড্ডা বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারাভিযানে অংশ নেবেন।

অন্যদিকে, কংগ্রেসের হয়ে প্রচার চালাবেন রাহুল গান্ধী । মধ্যপ্রদেশে কংগ্রেসের তরফে প্রচারের দায়িত্বে মল্লিকার্জুন খাড়গে, প্রিয়ঙ্কা গান্ধী ও কমল নাথ।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের এবং ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের প্রচারাভিযান শেষ মুহুর্তে তুঙ্গে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিজেপির হয়ে মধ্যপ্রদেশে ৩টি জনসভা এবং একটি রোড শোয় অংশ নেন । সাজাপুরের সভায় তিনি কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন, আদ্যোন্ত দুর্নীতিগ্রস্ত ওই দল যখনই কোথাও ক্ষমতায় এসেছে তখনই তৈরি হয়েছে অত্যন্ত নেতিবাচক পরিস্থিতি।

বেতুলে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের শত বিরোধিতা সত্ত্বেও দেশজুড়ে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে চলেছে বিজেপি । তিনি মুখে যা বলেন, তা কাজে করে দেখান।

একাধিক প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা রাখতে ব্যর্থ ছত্তিশগড়ে ক্ষমতাসীন কংগ্রেস সরকার । রায়পুরে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের বিরুদ্ধে তোপ বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের।

মধ্যপ্রদেশে বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত কংগ্রেসও । বিদিশায় নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেন, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে যুবাদের কাজের কোন সুযোগ নেই । সেখানকার বিজেপি সরকারকে একাধিক অভিযোগে বিদ্ধ করেন তিনি।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *