নির্মাণ ও সৃষ্টির দেবতা বিশ্বকর্মার পুজো পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোলের শিল্পাঞ্চলে

নির্মাণ ও সৃষ্টির দেবতা বিশ্বকর্মার পুজো পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোলের শিল্পাঞ্চলে

ভারতীয় পূজার্চনা রাজ্যের খবর

নির্মাণ ও সৃষ্টির দেবতা বিশ্বকর্মার পুজো পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোলের শিল্পাঞ্চলে – কর্মের দেবতা বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছেন শিল্পাঞ্চল হিসাবে পরিচিত। পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুরে মানুষজন। ডিএসপি, এএসপি, ইস্কোর মতো বৃহৎ লৌহইস্পাত কারখানা যেমন রয়েছে ছোট বড় বহু কারখানা।

কর্মের দেবতা বিশ্বকর্মার পুজো এখানে আলাদা মাত্রা পায়। গোটা শিল্পাঞ্চল জুড়ে প্রায় হাজার খানেক পুজোর আয়োজন করা হয়েছে। রয়েছে নজরকাড়া থিমের মন্ডপ সজ্জা।

এক সময়ে কলকারখানার শব্দে গমগম করত শিল্পাঞ্চল। বিশ্বকর্মা পুজোকে ঘিরে মেতে থাকতেন এখানকার মানুষজন। পরিবার পরিজন নিয়ে কারখানায় চলত খাওয়া দাওয়া, বসত মেলা, যাত্রা সিনেমা দেখানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এখন সেই জৌলুস অনেকটাই ফিকে। পুজো হলেও চার পাঁচদিনের সেই জাঁকজমক আর নেই।

গোটা শিল্পাঞ্চল জুড়ে প্রায় হাজারখানেক পুজো হচ্ছে। কলকারখানা ছাড়াও মোটর গ্যারেজ এবং বাড়িতে বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে।

ডিএসপির মেন্টেনেন্স অফিসে এবারের থিম চন্দ্রযান – থ্রি। এবারে চন্দ্রযান-থ্রি-তে ব্যবহার করা হয়েছে ডিএসপির স্টীল। ইসরো থেকে এসেছে শংসাপত্র। যা এবারের বিশ্বকর্মা পুজোয় বাড়তি উৎসাহ দিয়েছে এখানকার কর্মী দের। অন্যান্য বারের মতো এবারেও বসেছে মেলা। স্টিল টাউনশিপে বসেছে মেলা।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *