কালিম্পং-এ পাহাড়ি এলাকায় বিচ্ছিন্ন স্থানে একটানা প্রবল বৃষ্টিতে সড়ক পথ বন্ধ হয়ে যাচ্ছে

কালিম্পং-এ পাহাড়ি এলাকায় বিচ্ছিন্ন স্থানে একটানা প্রবল বৃষ্টিতে সড়ক পথ বন্ধ হয়ে যাচ্ছে

ভ্রমণ রাজ্যের খবর

কালিম্পং-এ পাহাড়ি এলাকায় একটানা বৃষ্টির ফলে সড়ক পথ বন্ধ হয়ে যাচ্ছে – কালিম্পং সহ দার্জিলিং-এর বিভিন্ন জায়গায় বৃষ্টির হচ্ছে । আর এতেই পাহাড়ি রাস্তায় যেখানে সেখানে ধ্বসে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে। গত দু-তিন ধরেই কালিম্পং পাহাড়ি এলাকায় বিচ্ছিন্ন ভাবে প্রবল বৃষ্টিপাত হয়ে চলেছে।   সমস্যায় পড়েছে সাধারন মানুষ থেকে শুরু করে গাড়ি চালক এবং পর্যটকেরা। একই ভাবে ধ্বসে অবরুদ্ধ হয়ে পড়ল কালিম্পং জেলার বাগরাকোট থেকে সিকিমগামী নির্মীয়মান নতুন ৭১৭ এ জাতীয় সড়ক। ধ্বসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইয়েলবঙ সহ চুইখিম, বরবট, নিমবঙের মতো পাহাড়িয়া গ্রামগুলোও ।

বাগরাকোট থেকে সিকিমগামী নির্মীয়মান নতুন জাতীয় সড়ক ধরে ৯ কিমি এগোলেই ডান দিকে পাহাড়ি ঢাল বরাবর নেমে গিয়েছে টুরিস্ট ডেসটিনেশন ইয়েলবঙ। দুর্গম এই পাহাড়ি পথে একমাত্র যোগাযোগের সড়কটি ধসে বন্ধ হয়ে থাকার ফলে পর্যটকদের একটি দলকে অনেক কষ্ট করে ঘুর পথে সমতলে নামতে হয়েছে। গত কয়েকবছর ধরেই টুরিস্টদের আগমনে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেছে ইয়েলবঙ, চুইখিম এই স্থান । কিন্তুু বৃষ্টির কারণে এই পথ এখন অবরুদ্ধ .

দেখা গেছে বাগ্রাকোট থেকে চুইখিম যাবার রাস্তার বিভিন্ন এলাকায় ধ্বস নামছে। যার ফলে গাড়ি চলাচল মোটামুটি বন্ধ হয়ে গেছে। বহু ট্রাক, ডাম্পার পাহাড়ি রাস্তায় সারি সারি দাঁড়িয়ে রয়েছে। এই এলাকার  জাতীয় সড়ক নির্মানকারী সংস্থার ধ্বস সরানোর কাজ দ্রুত গতীতে চালাচ্ছে। তবে প্রবল বৃষ্টির কারণে বার বারই ধ্বসে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।

জাতীয় সড়ক নির্মানকারী সংস্থার প্রজেক্ট ম্যানেজার রাজীব কুমার বলেন, ‘গত কয়েকদিন ধরে যে হারে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হয়ে চলেছে তাতে একদিকে যেমন একাধিক জায়গায় বিশালাকার ধ্বস নেমে আসছে। তেমনি অন্য়দিকে, ধ্বসে ভেঙে পড়ছে নতুন তৈরি করা রাস্তার এক অংশ।
পর্যটকদের জন্য় চুইখিমের কিছুটা আগে লুপ-পুলের কাছে রাস্তায় গতকাল পাহাড় ভেঙে পড়ে এবং প্রচুর পরিমাণ ওই রাস্তার ওপর পাহাড়ের মাটি জমা হয়। তা অত্যাধুনিক ভারী মেশিনের সাহায্যে পাহাড়ের মাটি সরিয়ে পুনরায় যান চলাচল শুরু করে । # কালিম্পং-এ পাহাড়ি এলাকায় বিচ্ছিন্ন স্থানে একটানা প্রবল বৃষ্টিতে সড়ক পথ বন্ধ হয়ে যাচ্ছে

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *