এক একটি বরবটি প্রায় তিন ফুট লম্বা

কৃষিকাজ

এক একটি বরবটি প্রায় তিন ফুট লম্বা – শুধুমাত্র জৈব সার ব্যাবহার করে অতিকায় সবজি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পুরুলিয়ার কৃষক সুকরাম কুইরি। তার ক্ষেতে ফলে থাকা এক একটি বরবটি প্রায় তিন ফুট লম্বা। তার যেমন শাঁস তেমনই ভালো স্বাদ।

জৈব সার ব্যাবহার করে অতিকায় সবজি এক একটি বরবটি প্রায় তিন ফুট লম্বা
জৈব সার ব্যাবহার করে অতিকায় সবজি এক একটি বরবটি প্রায় তিন ফুট লম্বা

পুরুলিয়ার ঝালদার নয়াডি পাপড়াহুডুম গ্রামের ষাটোর্ধ এই কৃষক এখন এলাকার চাষীদের কাছেই এখন অনুপ্রেরণা। সে নিজে তিন বিঘা জমিতে বেশ কয়েক বছর ধরেই জৈব পদ্ধতিতে সবজি চাষ করছেন। এই মরশুমে তিনি বরবটি, করলা, সিম সহ বেশ কিছু শীতকালীন সবজি চাষ করেছেন।

তার মধ্যে বরবটি এবং করলার ফলন খুবই ভালো হয়েছে। বাঁশের মাচায় লতানে গাছগুলি থেকে ঝুলে থাকা বরবটি এবং করলা দেখতে অনেকেই আসছেন তার বাগানে। দু একদিন পর পরই ফসল তুলে বাজারে পাঠাচ্ছেন সুকরাম।

আড়াই থেকে তিনফুটের বরবটি হাতে নিয়ে আলাদা একটা তৃপ্তি পাচ্ছেন বলে জানান প্রবীণ এই কৃষক। সপ্তাহে দুই থেকে তিনবার ফসল তুলছেন তিনি।

এক একবার দু কুইনটাল পাওয়া যাচ্ছে করলা। বরবটিও পাওয়া যাচ্ছে এক কুইনটালের মত। গ্রামের অনন্য কৃষকরাও এখন তার এই সাফল্য দেখে উতসাহিত।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *