বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা

বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা

দুর্গাপুজো

বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা – ত্রিদিবসীয় সম্মেলনের আজ তার অন্তীম দিন এই দিনে সকাল থেকে চলছে মাতৃবন্দনা অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ। অসংখ্য নরনারী মহাপ্রসাদ গ্রহণ করেন।

 

বৈকালিক অনুষ্ঠান চিত্তবিনোদন ও শক্তিপ্রদর্শনের জন্য  লাঠিখেলা, তলোয়ার খেলা প্রদর্শিত করা হয়। ৩০০শত গরীব দুঃস্থ লোকদের মধ্যে  শাড়ী বিতরণ করা হয়। তারপর সম্মেলনে উপস্থিত বক্তাগন হিন্দু সংগঠনের জন্য মা দুর্গার প্রতীককে স্মরণ করে সনাতন ধর্মাবলম্বীদের একতার কথা বলা হয়।

বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা

 

এরপর সঙ্ঘের পক্ষ থেকে প্রচারকদলের সন্ন্যাসীগন খুব আকর্ষণীয় গুরুপূজার ব্যবস্থা করেন। কয়েক শত ধর্মপিপাসু ভক্তবৃন্দ আনন্দ উপভোগ করেন।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *