নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো – নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজোর হোমকুন্ড প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয়েছে । বাংলার অন্যতম প্রাচীন এই পুজো আজও প্রাচীন নানা রীতি মেনে অনুষ্ঠিত হয় ।
প্রতিপদ থেকেই জ্বলে উঠেছে হোমকুন্ড । চলেছে বিশেষ পুজোপাট। হোমকুন্ডএকটানা জ্বলবে নবমী পর্যন্ত। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে বিশাল পঙ্খ অলংকৃত নাট মন্দিরে রাজরাজেশ্বরীর পুজো হয়ে আসছে। তবে আগে সন্ধি পুজা কামান দেগে শুরু হতো।
নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
এখন আর কামান দাগেনা। তবে সাবিকি নানা প্রথা মেনে চলে এই পুজো। বাংলার প্রাচীন পুজো গুলির মধ্যে এটি অন্যতম। বর্তমান রাজবংশের উত্তরাধিকারী সৌমিশ চন্দ্র রায় পূজো নিয়ে বিস্তারিত জানিয়েছেন।