বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা
বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা – ত্রিদিবসীয় সম্মেলনের আজ তার অন্তীম দিন এই দিনে সকাল থেকে চলছে মাতৃবন্দনা অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ। অসংখ্য নরনারী মহাপ্রসাদ গ্রহণ করেন। বৈকালিক অনুষ্ঠান চিত্তবিনোদন ও শক্তিপ্রদর্শনের জন্য লাঠিখেলা, তলোয়ার খেলা প্রদর্শিত করা হয়। ৩০০শত গরীব দুঃস্থ লোকদের মধ্যে শাড়ী বিতরণ করা হয়। […]
Continue Reading