নিয়োগ দুর্নীতি মামলায় এবার সল্টলেক সংলগ্ন মহিষবাথানের একটি অফিসে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি । ইডি সূত্রে জানা গিয়েছে, টেট দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠ এই অফিসটি ভাড়া নিয়ে টিচার্স ট্রেনিং সেন্টার চালাতেন৷ মানিক ঘনিষ্ঠ ওই ব্যক্তির নাম তাপস মণ্ডল। ২-৪ মাস আগে এই অফিসটি হঠাৎই বন্ধ করে দেওয়া হয় এবং ট্রেনিং সেন্টারের নাম লেখা বোর্ডও সরিয়ে নেওয়া হয়। বাড়িটির মালিক জানিয়েছেন, গত বেশ কয়েক মাস ধরে তিনি ভাড়া পাননি।
আজ সকাল আটটা নাগাদ ওই ট্রেনিং সেন্টারে যান ইডি আধিকারিকরা৷ কিন্তু সেটি তালাবন্ধ থাকায় ইডি আধিকারিকরা প্রথমে ভিতরে ঢুকতে পারেননি। পরে একজন চাবিওয়ালার সাহায্য নিয়ে শাটারের তালা ভেঙে তাঁরা ওই অফিসের ভিতরে ঢোকেন। অফিসের ভিতর থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্তও করেন ইডি আধিকারিকরা। বেশ কয়েকটি ফর্ম, ছবি, স্ট্যাম্প উদ্ধার করেন তাঁরা।
