কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2024
কারক ও বিভক্তি কাকে বলে? –
- করণ কারক কাকে বলে?
উ:-কর্তা যে পদের সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়াপদের সঙ্গে তার সম্পর্ককে বলে করণ কারক। - করণ কারকে‘শূন্য’ বিভক্তির একটি উদাহরণ দাও?
উ: i.ফুটবল খেলেই দিন কাটালে। করণ কারকে শূন্য বিভক্তি। - করণ কারকে‘এ’ বিভক্তির উদাহরণ দাও?
উ:সবুজে ঘেরা পাড়া – গাঁ।
কারক ও বিভক্তি
- করণ কারকে‘তে’ বিভক্তির উদাহরণ দাও।
উ:বুদ্ধিতে বাজিমাত করল। - করণ কারকে ‘এর’ বিভক্তির উদাহরণ দাও?
উ: সম্পাদকেরকলমেরখোঁচায় কাজ হল। - করণ কারকেবীপ্সারউদাহরণ দাও?
উ: i.পুষ্পে পুষ্পে ভরা শাখি।
ii. গানে গানে তব বন্ধন যাক টুটে। - সমধাতুজ করনের একটি উদাহরণ দাও?
উঃ- ঝাড়ন দিয়ে বিছানাটি একবার ছেড়ে দাও। - সাধন বা যন্ত্রাত্মক করণ কারক কাকে বলে?
উ: ইন্দ্রিয়গ্রাহ্য কোন যন্ত্র বা বস্তু দ্বারা ক্রিয়া নিষ্পন্ন হলে তাকে সাধন বা যন্ত্রাত্মক করন বলে।
উদাঃ- i.চুরিতেতার হাত কেটে গেল।
ii. আমরা কোদালে মাটি কাটি। - উপায়াত্মক করণ কাকে বলে?
উ: ক্রিয়াসাধনের উপায়টি যখন বাহ্য ইন্দ্রিয়গ্রাহ্য হয় না, তখন তাকে উপায়াত্মক করন বলে।
উদা: সেনুনদিয়ে মন ভুলিয়েছে। - হেতুময় করণ কাকে বলে?
উ: যে করণ সম্পর্কে হেতু বা কারণ অর্থ প্রকাশ পায় তাকে হেতুময় করন বলে।
উদা: i. পিয়ালীভয়ে কাঁপছে।
ii. লোকের চোরের ভয়ে ঘর আগলাচ্ছে। - সমধাতুজ করণ কাকে বলে?
উ: কোন বাক্যে ক্রিয়া বা ক্রিয়াজাত বিশেষণ পদটি য়ে ধাতু থেকে নিষ্পন্ন করণ কারকটিও যদি সেই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে সমধাতুজ করণ বলে।
উদা:কি বাঁধনেবেঁধেছ মোরে। - করনেরবীপ্সাকাকে বলে?
উঃ কর্মের মতো, পুনরাবৃত্তির ফলে করনের বীপ্সা হয়।
উদাঃ- পুস্পে পুস্পে ভরা শাখি। - মাছেলেকে খাওয়াচ্ছে- এখানে মা হলো প্রযোজক কর্তা।
প্রয়োজক কর্তা:- কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়, তখন তাকে প্রয়োজক কর্তা বলে। - প্রয়োজ্য কর্তা কাকে বলে?
উ:- অপরের প্রভাবে কেউ কোন কাজ করলে তাকে প্রয়োজ্য কর্তা বলে।
উদা:- মাছেলেকেখাওয়াচ্ছেন। এখানে ছেলেকে প্রয়োজ্য কর্তা। - সমধাতুজ কর্তা কাকে বলে?
উ:- অকর্মক ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন, সেই একই ধাতু থেকে নিষ্পন্ন পদ ক্রিয়ার কর্তা হলে, তাকে সমধাতুজ কর্তা বলে।
উদাহরণ – i. উৎসবেরবাজনাবাজছে।
ii. এখানে বাজনা হল সমধাতুজ কর্তা। - উহ্য কর্তা কাকে বলে?
উ:- বাক্যে যদি কর্তা অনুপস্থিত থাকে তখন তাকে উহ্য কর্তা বলে।
উদা: – এসেছিল কিন্তু দেখা হয়নি। (কর্তা উহ্য) - বহু ক্রিয়ার এক কর্তা কাকে বলে?
উ:- কোন বাক্যে একটিই কর্তার অধীনে একাধিক সমাপিকা ও অসমাপিকা থাকলে তাকে বহু ক্রিয়ার এক কর্তা বলা হয়।
উদা:- i. মেয়েটিরনাচছে, গাইছে, খেলছে।
ii. এখানেনাচ্ছে, গাইছে, খেলছে বহু ক্রিয়ার কর্তা। - এক ক্রিয়ার বহু কর্তা কাকে বলে?
উ:- কোন বাক্যে একটিই ক্রিয়ার বহু কর্তা থাকলে তাকে এক ক্রিয়ার বহু কর্তা বলে।
উদা:-রাম, শ্যাম, যদু, মধু খেলাকরছে। - বাক্যাংশ কাকে বলে?
উ:- কোন কোন বাক্যের অন্তর্গত বাক্যাংশ যখন একটি অখন্ড ভাব প্রকাশ করে, সেই বাক্যের কর্তার মতো আচরণ করে তখন তাকে বাক্যাংশ কর্তা বলে।
উদা:-সৎপথে জীবনযাপনঅসম্ভব নয়। - ‘তে‘ বিভক্তি যোগে কর্তৃকারক দেখাও ?
উদা:-বুলবুলিতেধান খেয়েছে। - ‘কে’ বিভক্তি যোগে কর্তৃকারক দেখাও।
উদা:-অনলকে এ কাজ করতে হবে। - ‘এ’ বিভক্তিযোগে কর্তৃকারক দেখাও?
উদা:-পাগলেকিনা বলে ছাগলে কিনা খায়। - ‘য়’ বিভক্তিযোগে কর্তৃকারক দেখাও?
উদা:- এখনতোমায় করতে হবে। - রবীন্দ্রনাথ কর্তৃক শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছে।
উদা:- কর্তৃকারক। - ব্যতিহার কর্তা কাকে বলে?
উ:- কোন ক্রিয়ার দুই কর্তার পারস্পরিক প্রতিযোগিতা বা বিবাদ বোঝালে সেই ক্রিয়ার দুই কর্তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন-রাজায় রাজায়যুদ্ধ বাঁধে। - সহযোগী কর্তা কাকে বলে?
উ:- কোন বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া একটি এবং সেই বাক্যস্থিত দুই কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকলে তাদের সহযোগী কর্তা বলে।
যেমন- i. বাঘে– গরুতেএক ঘাটে জল খায়।
ii. মা- মেয়ে রান্না করছে। - নিরপেক্ষ কর্তা কাকে বলে?
উ:- কোন বাক্যে সমাপিকা এবং অসমাপিকা দুই ধরনের ক্রিয়ার বিভিন্ন কর্তা থাকলে, অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটিকে নিরপেক্ষ কর্তা বলে।
উদাহরণ-দাঁতথাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। - উপবাক্যীয় কর্তা কাকে বলে?
উ:- বাক্যের অন্তর্গত উপবাক্য যদি সেই বাক্যের কর্তা রূপে ক্রিয়া নিষ্পন্ন করে তখন তাকে উপবাক্যীয় কর্তা বলে।
উদাহরণ-সে এইভাবে কথা বলবেএটা আশাই করিনি। তিনি এভাবে চলে যাবেন ভাবা যায়নি। - কর্মকর্তৃবাচ্যের কর্তা কাকে বলে?
উ:- বাক্যে কর্তার অনুপুস্থিতিতে কর্মই যখন কর্তারূপে আচরণ করে তখন তাকে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলে। উদাহরণ-ঘুড়িওড়ে, গাড়ি চলে। - সাধন কর্তা কাকে বলে?
উ:- কোন কোন বাক্যে উপকরণকে যখন কর্তা হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে সাধন কর্তা বলে।
যেমনঃ-ঢেঁকিস্বর্গে গিয়েও ধান ভানে।
শিক্ষা – Madhyamik 2024
কর্ম কারক
প্রাশ্ন- কর্ম কারক কাকে বলে?
উ:- কথা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে সেই কর্মের সঙ্গে ক্রিয়ার অন্বয়কেই কর্মকারক বলে।
কর্মকারকের প্রকারভেদ
- মুখ্য কর্ম এবং গৌণ কর্ম কাকে বলে?
উ:- বিভক্তিযুক্ত প্রানীবাচক কর্মগুলিকে গৌণ কর্ম বলে। বিভক্তিহীন অপ্রানীবাচক কর্মকে মুখ্য কর্ম বলে।
উদা:- আমিতোমাকেকলমটা দিলাম।
এখানে তোমাকে গৌণ কর্ম, কলমটা মুখ্য কর্ম বলে। - সমধাতুজ কর্ম কাকে বলে?
উ:- কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে ধাত্বর্থক কর্ম বা সমধাতুজ কর্ম বলে।
যেমন- মা আজ একটা লম্বাঘুমঘুমিয়েছেন। - বাক্যাংশ কর্ম কাকে বলে?
উ:- কোন বাক্যাংশ যদি বাক্যের কর্ম হিসাবে কাজ করে তবে তাকে বাক্যাংশ কর্ম বলে।
যেমন- আমিওকে রাস্তা দিয়ে যেতেদেখলাম। - উপবাক্যীয় কর্ম কাকে বলে?
উ:- কোন কোন জটিল বাক্যের অন্তর্গত খণ্ডবাক্য যদি ক্রিয়াপদের কর্মস্থলীয় হয় তখন তাকে উপবাক্য কর্ম বলে।
উদাহরণ- জেনে রাখসততাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। - অক্ষুন্ন কর্ম কাকে বলে?
উ:- কোন বাক্যের অন্তর্গত দ্বিকর্মক ক্রিয়ার বাচ্যান্তর ঘটলে যদি দুই কর্মই অপরিবর্তিত থাকে, তখন ওই কর্মকে অক্ষুন্ন কর্ম বলে।
যেমন- তারএকথা আমাকে বলাহয়েছে। - কর্মের বিপ্সা কাকে বলে?
উ:- কোন বাক্যে একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপ্সা বলে।
যেমন-যা যাবলেছি করেছ তো? - উহ্য কর্ম কাকে বলে?
উ:- কোন বাক্যে কর্ম না থাকলেও তার অর্থ খুব স্পষ্টরূপে বিদ্যমান থাকলে তাকে উহ্য কর্ম বলে। উদাহরণ- নয়ন এখনো খাইনি। (কি খাইনি উহ্য) - ‘কে ‘ বিভক্তিযোগে কর্মকারক দেখাও?
উ:-পাখিটাকেআন তো। - ‘এ’ বিভক্তিযোগে কর্মকারক দেখাও?
উ:- পাঠাইবরামানুজেশমন ভবনে। - ‘রে’ বিভক্তিযোগে কর্মকারক দেখাও?
উ:- তোমার পতাকাযারেদাও। - ‘য়’ বিভক্তিযোগে কর্মকারক দেখাও?
উ:-তোমায়একটি চকলেট দেবো। - অনুসর্গ যোগে কর্মকারক দেখাও।
উ:- তোমারজন্যপ্রাণ কাঁদে।
অধিকরণ কারক
- অধিকরণ কারক কাকে বলে?
উ:- যে স্থানে বা কাল কিংবা বিষয়কে আশ্রয় করে ক্রিয়াটি নিষ্পন্ন হয় তা হলো অধিকরণ পদ আর ক্রিয়ার সঙ্গে এই পদের সম্পর্ককেই অধিকরণ কারক বলে। - অধিকরণ কারক কয় প্রকার ও কি কি?
উ:- অধিকরণ কারক তিন প্রকার যথা i. স্থানাধিকরন ii. কালাধিকরণ iii. বিষয়াদিকরন। - স্থানাধিকরণ কাকে বলে?
উ:- ক্রিয়া যে বিশেষ স্থানে নিষ্পন্ন হয় তাকে স্থানাধিকরণ বলে।
উদা:-সুন্দরবনেবাঘ আছে। - কালাধিকরণ কাকে বলে?
উ:- যে সময় বা কালে ক্রিয়াটি নিষ্পন্ন হয় সেই সময়বাচক পদে কালাধিকরণ হয়।
উদা:- i.বিকেল পাঁচটায়গাড়ি ছাড়বে।
ii. দুপুর একটায় গাড়ি ছাড়বে। - বিষয়াদিকরণ কাকে বলে?
উ:- কোন ভাব বা বিষয়কে অবলম্বন করে ক্রিয়া নিষ্পন্ন হলে, তাকে বিষয়াধিকরণ বলে।
যেমন:- ছেলেটিকাকেকালিদাস ও ব্যাকরনে পাণিনি।
কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2024
অপাদান কারক
- অপাদান কারক কাকে বলে?
উ:- বাক্যের মধ্যে যা থেকে কোন কিছুর পতন, স্খলন, নিঃসরণ, উৎপাদন, অপসারণ, গ্রহণ, ভীতি, বিচ্ছিন্ন, বা বিশ্লিষ্ট হওয়াকে বোঝায়, ক্রিয়ার সঙ্গে তার সম্পর্কের নাম অপাদান কারক।
যেমন – i.বন থেকেবেরোলো টিয়ে।
ii. দুধ থেকে দই হয়।
নিমিত্ত কারক
- নিমিত্ত কারক কাকে বলে?
উ:- কোন বাক্যের ক্রিয়া যখন কোন বস্তু বা ব্যক্তির জন্য ইচ্ছা বা আকাঙ্খা প্রকাশ করে তখন তাকে নিমিত্ত কারক বলে।
যেমন – i. দীনের লাগি দান। (‘উদ্দেশ্য’ বোঝাতে).
ii. তোমারে দিই নাই কিছু। (‘জন্য’ বোঝাতে).
কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2024
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
- বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা
