শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকীতে আলিপুরদুয়ারে ‘প্রাচীচেতা মহোৎসব’

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকীতে আলিপুরদুয়ারে ‘প্রাচীচেতা মহোৎসব’

রাজ্যের খবর

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকীতে আলিপুরদুয়ারে ‘প্রাচীচেতা মহোৎসব’ – পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হল ‘প্রাচীচেতা মহোৎসব’। ঠাকুরের বাণী, আদর্শ এবং মানবজীবন গঠনের পথকে সমাজের মধ্যে নতুনভাবে জাগিয়ে তুলতেই এই মহোৎসবের আয়োজন করা হয়। ফলে শহর জুড়ে সৃষ্টি হয় এক শান্তিময়, আধ্যাত্মিক ও স্নিগ্ধ পরিবেশ।

১৩৮তম জন্মবার্ষিকীতে আলিপুরদুয়ারে ‘প্রাচীচেতা মহোৎসব’
১৩৮তম জন্মবার্ষিকীতে আলিপুরদুয়ারে ‘প্রাচীচেতা মহোৎসব’

শনিবার মহোৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, রেল হাসপাতাল, কুমারগ্রাম ব্লক হাসপাতাল এবং আলিপুরদুয়ার সংশোধনাগারে রোগী ও আবাসিকদের হাতে ফল বিতরণের মধ্য দিয়ে মানবসেবার বার্তা পৌঁছে দেওয়া হয়।

রবিবারের প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার প্রখ্যাত চিকিৎসক ও প্রাচীচেতা মহোৎসব কমিটির চেয়ারম্যান ডাঃ বি. পি. দাস, সম্পাদক ডাঃ দেবী প্রসাদ দাস, সভাপতি নিত্যানন্দ নন্দী, শ্যামল বসাক, সৌরভ পালধি, অভিজিৎ চক্রবর্তী, অভিজিৎ কর, স্নেহাশীষ কর সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মহোৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিনামূল্যের স্বাস্থ্য শিবির, যেখানে কলকাতা ও উত্তরবঙ্গের অভিজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

শ্রীশ্রীঠাকুরের স্বাস্থ্য-সদাচার, জীবনবৃদ্ধির পথ, আধুনিক সমাজ গঠনে তাঁর আদর্শ কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বক্তব্য রাখেন শল্যচিকিৎসক অধ্যাপক ডাঃ সরূপ চক্রবর্তী, শিক্ষাবিদ অধ্যাপক ডঃ দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

সারাদিন জুড়ে গান, কীর্তন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সকালে কল্যবর্ত এবং দুপুরে ভান্ডারায় প্রসাদ বিতরণে ভক্তদের সক্রিয় অংশগ্রহণে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।

আলিপুরদুয়ারের পাশাপাশি কুচবিহার, জলপাইগুড়ি, আসাম, ত্রিপুরা ও কলকাতা থেকে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ‘প্রাচীচেতা মহোৎসব’ আলিপুরদুয়ারে এক মনোরম, স্মরণীয় ও মহিমান্বিত ধর্মীয়-আধ্যাত্মিক মহোৎসবে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *