শ্রীশ্রী শারদীয়া দুর্গাপুজোর সঙ্গে পালিত হল বারাণসি আশ্রমে স্বামী প্রণবানন্দজীর পূজারতি।

শ্রীশ্রী শারদীয়া দুর্গাপুজোর সঙ্গে পালিত হল বারাণসী আশ্রমে স্বামী প্রণবানন্দজীর পূজারতি।

দুর্গাপুজো

শ্রীশ্রী শারদীয়া দুর্গাপুজোর সঙ্গে পালিত হল বারাণসী আশ্রমে স্বামী প্রণবানন্দজীর পূজারতি।

 

শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার সাথে সাথে মহাষাড়ম্বরে পালিত হল ভারত সেবাশ্রম সঙ্ঘের বারাণসী আশ্রমে প্রাণপুরুষ যুগাবতার স্বামী প্রণবানন্দজীর পূজারতি। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধু চ সখা ত্বমেব। ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব।। তুমি আমার মাতা পিতা, বন্ধু বান্ধব।

 

সবই কিছুই তোমার মধ্যে বিদ্যমান। গুরুকেই পূজা করলে আমাদের সবার পূজা সুসম্পন্ন হয়ে থাকে।গুরুর মধ্যেই সে আদ্যাশক্তি মহামায়াকে উপলব্ধি করতে পারি। তিনি আমাদের সমস্ত অজ্ঞানতার তিমিরকে দুর করে আলোক মঞ্জুরিকা প্রদান করেন।

শ্রীশ্রী শারদীয়া দুর্গাপুজোর সঙ্গে পালিত হল বারাণসি আশ্রমে স্বামী প্রণবানন্দজীর পূজারতি।

    গুরুমহারাজ বলছেন যাহারা আমার শরণাগত ও স্মরনাপন্ন তাহারা দুরে বা নিকটে যেখানেই থাকুক না কেন; আমার শক্তি তাহাদিগকে রক্ষা কবচের মতো রক্ষা করিবে। আমি তাদের সমস্ত পাপ তাপ গ্লানি- ম্লানি দূরীভূত করিয়া আপনার শ্রীচরণে আকর্ষণ করিয়া লইব।

 

আজ আমরা সেই মহাশক্তিধর শিবাবতার মহাপুরুষের কৃপাশির্বাদ লাভের জন্য মহাষ্টমীর পুণ্য লগ্নে তাঁর বেদিমূলে সমবেত হয়ে কাতর প্রার্থনা জানাই। হে ভগবান তুমি আমাদের পরিত্রাতা এই অধমদের তুমি আশীর্বাদ কর। আশীর্বাদ কর। আশীর্বাদ কর।

 

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *