ভারত মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে। বাংলাদেশের সিলেটে আজ সেমিফাইনালে ভারত ৭৪ রানে থাইল্যান্ডকে পরাজিত করেছে। টসে জিতে থাইল্যান্ড ভারতকে ব্যাট করতে পাঠায়।
ভারত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৮ রান করে। শেফালি ভার্মা ৪২, অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৬, জেমাইমা রদ্রিগেস ২৭ রান করেন। জবাবে থাইল্যান্ড নয় উইকেটে ৭৪ রান তুলতে সমর্থ হয়। দীপ্তি শর্মা তিনটি, রাজেশ্বরী গায়কোয়াড় দুটি এবং রেণুকা সিং, স্নেহ রানা ও শেফালি ভার্মা একটি করে উইকেট নিয়েছেন।শেফালি ম্যাচের সেরা হয়েছেন।
