বিপর্যস্ত সিকিমকে ৪৫ কোটি টাকা সাহায্যের আশ্বাস কেন্দ্রের

বিপর্যস্ত সিকিমকে ৪৫ কোটি টাকা সাহায্যের আশ্বাস কেন্দ্রের

রাজ্যের খবর

বিপর্যস্ত সিকিমকে ৪৫ কোটি টাকা সাহায্যের আশ্বাস কেন্দ্রের – মঙ্গলবার গভীর রাতে সিকিমের চুৃংথামে লেক ফেটে তিস্তার জল ভাসিয়ে নিয়ে যায় সিকিমের রংপো সিংথাম ও মল্লির বিস্তীর্ণ এলাকা। বেশিরভাগ বাড়িঘরের এক তলার ওপর দিয়ে জল প্লাবিত হয়েছিল। প্রাণহানি ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। সিংথাম এর রাস্তার উপর দিয়ে প্রায় ৬০ থেকে ৭০ ফুট উপর দিয়ে তিস্তার জল বয়ে গিয়েছিল।

সিংথাম এর রাস্তার উপর দিয়ে প্রায় ৬০ থেকে ৭০ ফুট উপর দিয়ে তিস্তার জল বয়ে গিয়েছে
সিংথাম এর রাস্তার উপর দিয়ে প্রায় ৬০ থেকে ৭০ ফুট উপর দিয়ে তিস্তার জল বয়ে গিয়েছে

আজ তৃতীয় দিনে এনডিআরএফ এর তিনটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। বাড়িঘর গুলোর মধ্যে প্রবেশ করে মাটি খুঁড়ে দেখছে মাটির নিচে কেউ চাপা পড়ে আছে কিনা। সিংথামে একটি বাড়ি থেকেই মাটি খুঁড়ে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে এনডিআরএফ এর দল। রংপুর থেকে সিংথামের রাস্তাও আজ খুলে গেছে। গোটা সিকিমের প্রায় পাঁচ হাজার পর্যটক আটকে রয়েছে। পর্যটকদের আজ সেনাবাহিনী নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে।

এনডিআরএফ এর তিনটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে
এনডিআরএফ এর তিনটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে

সিকিমকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পরিস্থিতি মোকাবিলা করতে এবার রাজ্যের বিপর্যয় খাতে আগাম ৪৪ কোটি ৮০ লাখ টাকা অনুমোদন করল কেন্দ্র সরকার। সিকিমের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ অঞ্চল ঘুরে দেখেন। পর্যটকরা যাতে নিরাপদে ফিরতে পারে তার তদারকি করেন। আজ প্রচুর সংখক পর্যটক ঘুর পথে শিলিগুড়ি নেমে যায়।

দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সেনাবাহিনী ও পূর্ত দফতরের কর্মীরা
দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সেনাবাহিনী ও পূর্ত দফতরের কর্মীরা

এদিকে পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা ঠিক করতে আরো দু সপ্তাহ খানেক সময় লাগবে। রাস্তা সারাইয়ের কাজে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সেনাবাহিনী ও পূর্ত দফতরের কর্মীরা।

বিপর্যস্ত সিকিমকে ৪৫ কোটি টাকা সাহায্যের আশ্বাস কেন্দ্রের
বিপর্যস্ত সিকিমকে ৪৫ কোটি টাকা সাহায্যের আশ্বাস কেন্দ্রের

অন্যদিকে সিকিমে এখনো বহু মানুষ নিখোঁজ। বরদানের যেই অঞ্চলের সেনাছাউনি তিস্তার জলে ভেসে গিয়েছিল, সেখানে গিয়ে দেখা যায় থমথমে পরিবেশ। সেনাবাহিনীর জওয়ানরা মাটি খুঁড়ে গাড়িগুলো উদ্ধার করার চেষ্টা করছে। মাটির তলায় কোন সেনা জওয়ানের মৃতদেহ আছে নাকি সেটাও খুঁজে দেখছেন। প্লাবিত বিধ্বস্ত এলাকাগুলির মানুষজনদের পাশে এসে দাঁড়িয়েছে সেনা কর্মীরা। তারা চিকিৎসা সংক্রান্ত সবরকম সুযোগ-সুবিধাসহ তাদের খাবার দেবার ব্যবস্থা করছে। গাড়ি-ঘোড়া বন্ধ থাকায় সিকিমের খাবার-দাবারের ভান্ডারেও টান পড়েছে। তবে রংপো ও সিংথামের রাস্তা খুলে যাওয়ায় সেই সমস্যা ও দু-একদিনের মধ্যেই মিটে যাবে বলে মনে করা হচ্ছে।

বিপর্যস্ত সিকিমকে ৪৫ কোটি টাকা সাহায্যের আশ্বাস কেন্দ্রের

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *