
বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি – শক্তি সাধনার অন্যতম পীঠস্থান বর্ধমান। শহর জুড়ে রয়েছে বেশ কয়েকটি বিখ্যাত কালী মন্দির। এই সকল মন্দিরগুলিকে কেন্দ্র করে প্রচলিত রয়েছে নানান কাহিনী। যা আজও আবেগ মথিত করেছে মানুষকে। শহরের কমলাকান্ত, বড়মা, কাঙ্কালেশ্বরী, ফৌজদারি, দুর্লভা কিংবা বিদ্যাসুন্দর কালীর মাহাত্ম্য আজও ফেরে লোকের মুখে মুখে। এই মন্দিরকে ঘিরে রয়েছে অলৌকিক সব কাহিনী।
আজও এই মন্দিরে নিয়ম নিষ্ঠা আর রীতি মেনেই পুজো হয়। শহরের কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি। ২০০ বছরেরও বেশি সময় ধরে মা এখানে পূজিতা হয়ে আসছেন। কমলাকান্তের মাতৃ সাধনার জন্য ১৮০৯ সালে তৈরি হয় এই মন্দির। তৎকালীন বর্ধমানের মহারাজা এই মন্দির তৈরী করেন। সাধকের নামেই পরিচিত এই মন্দির।
বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
কমলাকান্তের আদি বাড়ি কালনায়। পিতৃ বিয়োগের পর তিনি গলসির চান্না গ্রামে মামার বাড়িতে চলে আসেন। সেখানেই পড়াশোনা করেন। কথিত আছে মাত্র সাত বছর বয়সে তিনি মাকে দর্শনলাভ করেন। তাঁর গানে মুগ্ধ হয়ে বর্ধমানের মহারাজা তাকে সভা পন্ডিত করে নিয়ে আসেন। পরে তার মাতৃভক্তি দেখে এই মন্দির নির্মান করেন মহারাজা। এখানে কমলাকান্ত প্রতিষ্ঠিত কালভৈরব ও পঞ্চমুন্ডির আসন রয়েছে। এখানেই সাধনা করে সিদ্ধিলাভ করেন তিনি। মৃত্যুর পর তার সমাধির ওপরেই মা কালীকে প্রতিষ্ঠা করা হয়।

প্রান আছে প্রমাণ করতে কমলাকান্ত মায়ের পায়ে বেলকাঁটা ফুটিয়ে রক্ত বের করে এবং অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন বর্ধমানের মহারাজকে। কমলাকান্তের রচিত গান আজও মানুষকে মথিত করে রেখেছে । কমলাকান্তকে সমাধি দেওয়া হয় মন্দিরে। মৃত্যুর পর তাঁর সমাধির উপরে মাকালীকে প্রতিষ্ঠা করা হয়। কথিত আছে তাঁর মৃত্যুর সময় মা গঙ্গা নিজে মাটি ফুড়ে এসেছিলেন তাঁর কাছে। সেই কুয়ো এখনো রয়েছে।
১৯৭০ সাল থেকে মাটির মূর্তি এক বছরের জন্য রেখে দেওয়া হত। কয়েকবছর আগে ভক্তদের ইচ্ছায় সাড়ে ছ-ফুট উচ্চতার কষ্টি পাথরের তৈরি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল।

নিত্যপুজো হলেও দীপাবলির কালীপূজোয় পুজোয় সেজে ওঠে মন্দির। অগণিত ভক্ত সমাগম হয় এই মন্দির চত্ত্বরে। চলে অন্নকূট উৎসব। সাধকের স্মরনে গান, কীতনের মাধ্যমে পালন করা হয় কমলাকান্ত দিবস। কমলাকান্ত কালী এবং কৃষ্ণ দুয়েরই সাধনা করেছেন।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- SSC দুর্নীতি মামলায় সল্টলেকের মহিষবাথানের অফিসে হানা ইডি-র
- What is a pronoun? | What is a pronoun example? | Types of Pronouns and Rules
