প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে গুয়াহাটী-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করেন । এটি অসমের তথা উত্তরপূর্ব ভারতের প্রথম ও পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস । মাত্র ৫ঘণ্টা ৩০ মিনিটে গুয়াহাটি ও নিউ জলপাইগুড়ির মধ্যে যাতায়াত সম্ভব হবে । এতদিন পর্যন্ত এই পথে সবচেয়ে দ্রুতগতি ট্রেন রাজধানী এক্সপ্রেসে এই পথ অতিক্রম করতে সময় লাগত সাড়ে ৬ঘণ্টা । বন্দে ভারত এক্সপ্রেস চালুর ফলে সাধারণ মানুষের সময় সাশ্রয় হবে । আধুনিক সুবিধায় সুসজ্জিত এই ট্রেনটি চালু হওয়ায় এই অঞ্চলে পর্যটন শিল্পে বিশেষ উন্নতি হবে । সামাজিক ও আর্থিক উন্নয়নও হবে ।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরপূর্ব ভারতের উন্নয়ন গাথার ওপর নির্ভর করে একটি টেলিফিল্ম দেখানো হয় ।
এছাড়াও নিউ বঙ্গাইগাঁও-দুধনই-মেন্দিপাথার বিভাগের বৈদ্যুতিকরণ, গুয়াহাটী-চাপারমুখ বিভাগের বৈদ্যুতিকরণ এবং লামডিং-এ ডেমু ও মেমু শেডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করে বলেন, এই ট্রেন সমগ্র উত্তরপূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে ।
প্রধানমন্ত্রী বলেন, এই ট্রেন চলাচলের ফলে অসম ও পশ্চিমবঙ্গের মধ্যে সম্পর্ক আরও মজবুত করবে । বাড়বে যাতায়াত । বিশেষ সুবিধা লাভ করবেন পড়ুয়ারা । বিগত ৯ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ।
প্রধানমন্ত্রী জানান, দেশে দ্রুতগতিতে পরিকাঠামো উন্নয়ন হচ্ছে । পরিকাঠামো মজবুত হলে কর্মসংস্থানের বৃদ্ধি পায় বলেও মন্তব্য করেন তিনি ।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো

