‘কালীক্ষেত্র’ রূপে পরিচিত বাঁকুড়ার অন্যতম প্রাচীন পৌর-শহর সোনামুখী

‘কালীক্ষেত্র’ রূপে পরিচিত বাঁকুড়ার অন্যতম প্রাচীন পৌর-শহর সোনামুখী

কালী পুজো

জেলার ‘কালীক্ষেত্র’ রূপে পরিচিত বাঁকুড়ার অন্যতম প্রাচীন পৌর-শহর সোনামুখী – এখানে ছোটো-বড়ো মিলিয়ে প্রায় আড়াইশোরও বেশি কালী পুজো হয় ৷ প্রাচীন এই কালী পুজোগুলিকে নিয়ে নানান লোককথা প্রচলিত রয়েছে । সেগুলির অন্যতম ‘মা-ই-তো-মা কালী’ । মনস্কামনা পূরণের আশায় দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ছুটে আসেন সারা বছর । নিত্যদিন অসংখ্য ভক্ত এখানে পুজো দিতে আসেন ।

সময়ের দাবি মেনে পর্ণকুটির এখন বিশালাকার মন্দিরে পরিণত হয়েছে । সারা বছর নিত্য পূজার পাশাপাশি কালী পুজোর সময় বিশেষ পুজা পাঠের আয়োজন করা হয় । কার্তিক অমাবস্যায় কালী পুজোর দিন সেই সংখ্যাটা কয়েক গুণ বেড়ে যায় । আনন্দোৎসবে মেতে ওঠেন আপামর সোনামুখীবাসী । অসংখ্য মানুষ এই সময় মন্দিরে ভিড় জমান । মেলার আয়োজন করা হয় ।

‘কালীক্ষেত্র’ রূপে পরিচিত বাঁকুড়ার অন্যতম প্রাচীন পৌর-শহর সোনামুখী

পুজা পরিচালন কমিটির কোষাধ্যক্ষ শ্রীকান্ত দে বলেন, পুজোর পাশাপাশি প্রতিমা বিসর্জনেও প্রাচীন ঐতিহ্য আর পরম্পরা মেনে চলা হয় । এই পুজোকে ঘিরে সারা রাজ্যের মানুষের মধ্যে আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *