কলকাতায় সেরা প্রতিমাগুলির বিসর্জনের শোভাযাত্রা - পুজো কার্নিভাল

কলকাতায় সেরা প্রতিমাগুলির বিসর্জনের শোভাযাত্রা – পুজো কার্নিভাল

দুর্গাপুজো

কলকাতায় সেরা প্রতিমাগুলির বিসর্জনের শোভাযাত্রা – পুজো কার্নিভাল – গত শনিবার রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় সেরা প্রতিমাগুলির বিসর্জনের বিশেষ শোভাযাত্রা – পুজো কার্নিভাল শেষ হল । তার আগে বেশ কয়েকটি জেলাতেও কার্নিভাল অনুষ্ঠিত হল ।

তবে মাল নদীতে মর্মান্তিক দুর্ঘটনার জেরে জলপাইগুড়িতে কার্নিভাল বাতিল করা হয়েছে । ইউনেস্কো দুর্গাপুজোকে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ায় এবারের কার্নিভাল বর্ণময় ও জমকালো ভাবেই শেষ করল রাজ্য সরকার।

কলকাতায় সেরা প্রতিমাগুলির বিসর্জনের শোভাযাত্রা – পুজো কার্নিভাল

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রিসভার সদস্যরা এবং বহু বিশিষ্ট অতিথি । এখনো পর্যন্ত ১০০টি পুজো কমিটিকে কর্নিভালে আমন্ত্রণ জানানো হয়েছিল । প্রত্যেক পুজো কমিটিকে ৩ মিনিট করে সাংস্কৃতিক উপস্থাপনার জন্য়  সময় দেওয়া হয়েছিল সাংস্কৃতিক উপস্থাপনার জন্য। প্রায় রাত ১১টা পর্যন্ত চলে রেড রোড জুড়ে কর্নিভালের শোভাযাত্রা ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *