শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নৃত্য পরিবেশন করতে চান বাংলার দুই তরুণী

সেলিব্রেটি

শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নৃত্য পরিবেশন করতে চান বাংলার দুই তরুণী – দেশের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান বা প্রি – ওয়েডিং অনুষ্ঠান তো এক কথায়, “চাঁদের হাট” এবং তা সারা বিশ্বের মানুষ দেখেছেন।

শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নৃত্য পরিবেশন করতে চান বাংলার দুই তরুণী
শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নৃত্য পরিবেশন করতে চান বাংলার দুই তরুণী

এই বিয়েতে বিপুল খরচ কেন তা নিয়েও সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও চলছে নানা চর্চা। এদিকে, এরই ফাঁকে ‘আম্বানি কেক’ কেটে বাংলার ট্রাডিশনাল নৃত্য পরিবেশন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বাংলার দুই মডেল ও নৃত্য শিল্পী সন্নতি মিত্র ও হেমশ্রী ভদ্র।

তাদের ইনস্টাগ্রাম এ ফলোয়ার্স সংখ্যা যথাক্রমে ১৩ লক্ষ এবং ৮ লক্ষ। সেখানে কেক কাটা ও নাচের ভিডিও পোস্ট করতেই ফের তা নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। এই ছবিতে দেখা গেল, আম্বানি পরিবারের ছবির সামনে একটি নীল রঙের কেক। বাংলার ঐতিহ্য আটপৌরে লাল পাড়ের শাড়িতে সেই কেক কেটে নৃত্য পরিবেশন করছেন দুই মডেল।

শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নৃত্য পরিবেশন করতে চান বাংলার দুই তরুণী
শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নৃত্য পরিবেশন করতে চান বাংলার দুই তরুণী

তাঁরা জানান, অনন্ত আম্বানির বিয়েতে বাংলার এই নৃত্য পরিবেশন করতে চান তাঁরা ।

অনন্ত আম্বানির প্রি – বিবাহ অনুষ্ঠানের এই ঘনঘটা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন। কিন্তু তারা মনে করেন বর্তমান সময় এতটাই দু:সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে এই অনুষ্ঠান মানুষকে অনেকটাই আনন্দ দিতে পেরেছে।

শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নৃত্য পরিবেশন করতে চান বাংলার দুই তরুণী
শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নৃত্য পরিবেশন করতে চান বাংলার দুই তরুণী

তাই তাঁরাও কেক কেটে এই অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নেন নেটিজেনদের সঙ্গে। এরপর পরিবেশন করেন ‘সিলসিলা এ চাহাত কা.. গানের সঙ্গে নৃত্য। নৃত্যের শেষে হেমশ্রী, সন্নতি ও তাঁর বন্ধুরা একসঙ্গে মিলে জয় আম্বানি, জয় জিও ধ্বনিতে মুখরিত হন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *