একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা – ত্রয়োদশী তিথি অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজোর আগের দিন এখানে ৫১ জন কুমারীর পুজো বিখ্যাত ।
যদিও এবছর তিথি অনুযায়ী দ্বাদশীর দিন ত্রয়োদশী পরেছে । এমনিতে সারাবছর কঙ্কালীতলায় পূণ্যার্থীদের যাতায়াত থাকলেও এই বিশেষ দিনে শান্তিনিকেতনের অদূরে এই জায়গায় ছুটে আসেন আরও বেশি পর্যটক ।
একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
স্থানীয় সূত্রে জানা যায়, কঙ্কালীতলা পঞ্চায়েতের কাপাসটিকুড়ি গ্রামের এক বাসিন্দা ৪৫ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে কুমারী পুজোর সিদ্ধান্ত নেন । তারপর থেকেই কঙ্কালীতলায় পঞ্চবটী বট গাছের নিচে ৫১ জন কুমারীকে পুজো করা শুরু হয় । সেই থেকেই চলে আসছে এই প্রথা । একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা ।
আরও পড়ুনঃ